May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বস্তুবাদী দর্শনের বিপরীতে জীবনবাদী দর্শন

রাহুল ভট্টাচার্য্য : এমন এক সময়ে দয়াল ঠাকুরের কথা লিখতে বসেছি, যখন জঙ্গিবাদের করাল থাবায় আমাদের প্রিয় মাতৃভূমি আক্রান্ত! প্রতিক্রিয়াশীল শক্তি মোকাবেলায় পারিবারিক সংহতি, সামাজিক তথা জাতীয় সচেতনতার কথা বিভিন্ন মহল থেকেই উচ্চারিত হচ্ছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় পরম দয়াল শ্রীশ্রীঠাকুরের বিশ্বজনীন আদর্শের উপযোগিতাই আজ বিশেষভাবে উপলব্ধি করছি। বিগত কয়েক দশকে পাশ্চাত্যের বস্তুবাদী দর্শন, বিশ্বায়ন আর পুঁজিবাদের প্রভাব পড়েছে আমাদের শিক্ষাব্যবস্থাতেও। ভোগবাদী জীবনব্যবস্থার প্রভাবে শিক্ষার্থীরা সমাজমনস্ক হয়ে ওঠার পরিবর্তে হয়ে উঠছে আত্মকেন্দ্রিক। ক্রমশঃ বিচ্ছিন্ন হয়ে পড়ছে তার ব্যক্তিসত্ত্বা, পরিবার, সমাজ, সর্বোপরি জাতীয় চেতনা থেকে। সেই বিচ্ছিন্নতার অন্ধকারই প্রতিক্রিয়াশীল শক্তির অভয়ারণ্য। সেই অন্ধকারেই জন্ম নিচ্ছে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ। শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে ঠাকুর বলেছেন, The systematic organization of habits and instincts with the purpose of fulfilling the becoming of life by a graduated active manipulation of behavior may be called education. এই becoming of life কে পরিপূরণ করাই শিক্ষার উদ্দেশ্য যা সার্থকতা পায় সুকেন্দ্রিকতায়। তাঁকে জীবনের কেন্দ্র করে নিলে প্রতিটি ব্যক্তি তথা পরিবেশের প্রতিটি উপকরণ আমাদের স্বার্থ হয়ে ওঠে। তখন আপনা থেকেই আসে সংহতি। তৈরি হয় সম্প্রীতির অনুপম বন্ধন। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাই আজ শিক্ষার সাথে ধর্মের এই যোগসূত্রটি অনুধাবন করা প্রয়োজন। ধর্ম বলতে ঠাকুর বারবার সপারিপার্শ্বিক বেঁচে থাকা ও বেড়ে ওঠার কথা বলেছেন। এখানে আত্মকেন্দ্রিকতার কোন স্থান নেই। সুকেন্দ্রিক হয়ে সপারিপার্শ্বিক সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই ঠাকুর ভালবাসার দীক্ষা দিয়ে গেছেন। দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করেছেন- Love can conquer the universe.  বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এই ভালবাসাই আজ আমাদের একমাত্র সমাধান। ঠাকুরের আরেকটি বাণী দিয়ে শেষ করছি-

অনুপম বন্ধন। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাই আজ শিক্ষার সাথে ধর্মের এই যোগসূত্রটি অনুধাবন করা প্রয়োজন। ধর্ম বলতে ঠাকুর বারবার সপারিপার্শ্বিক বেঁচে থাকা ও বেড়ে ওঠার কথা বলেছেন। এখানে আত্মকেন্দ্রিকতার কোন স্থান নেই। সুকেন্দ্রিক হয়ে সপারিপার্শ্বিক সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই ঠাকুর ভালবাসার দীক্ষা দিয়ে গেছেন। দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করেছেন- খড়াব পধহ পড়হয়ঁবৎ ঃযব ঁহরাবৎংব. বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এই ভালবাসাই আজ আমাদের একমাত্র সমাধান। ঠাকুরের আরেকটি বাণী দিয়ে শেষ করছি-

To uphold the life and growth

of self as well as of others

is Dharma,

To bind oneself unrepellingly

With the Love-Lord-

The seer of life and growth-

the adjusted personality

and to follow Him accordingly

Is Religion,

And to be initiated

is ‘to be born again’.

লেখকঃ প্রভাষক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

 

Print Friendly, PDF & Email