May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আড়াই ঘণ্টাব্যাপী যমজ শিশুটির অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক : জোড়া লাগানো অপূর্ণাঙ্গ শিশুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকরা। বিএসএমএমইউ হাসপাতালে সোমবার (২০ জুন) আড়াই ঘণ্টাব্যাপী সম্পূর্ণ অস্ত্রোপচারটি সরাসরি সম্প্রচার করা হয়।

অস্ত্রোপচারের কার্যক্রম বাইরে বসে দেখেছেন শিশুটির বাবা-মা ও উৎসুক জনতা।

সকাল সোয়া নয়টার দিকে শিশুটিকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। ১৮ সদস্যের মেডিকেল টিম এই অস্ত্রোপচার করে। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রুহুল আমিন।

যমজ শিশুটির চিকিৎসার সব খরচ বহন করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অস্ত্রোপচার শেষে হাসপাতালে এক ব্রিফিংয়ে বিএসএমএমইউ’র উপাচার্য কামরুল হাসান খান বলেন, অস্ত্রোপচার সফল হয়েছে।

অস্ত্রোপচার পরিচালনাকারী চিকিৎসক দলের নেতৃত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রুহুল আমিন বলেন, আড়াই ঘণ্টাব্যাপী যমজ শিশুটির অস্ত্রোপচার করা হয়েছে। যদিও কাজটি ছিল বেশ জটিল। এ অস্ত্রোপচারে কিডনি আলাদা করা ও রক্তনালির প্রবাহ ঠিক রাখা এ দুটি বড় চ্যালেঞ্জ ছিল।

তিনি আরও বলেন, ‘শিশুটিকে হাসপাতালের নবজাতক বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হবে।’

Print Friendly, PDF & Email