May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

এমন ভ্যাড়ভেড়ে কাঁকড়া-বস্তি সত্যিই বিরল

মাসকাওয়াথ আহসান : একটি অন্ধকার মৃত্যুকূপ থেকে বেরিয়ে জীবন বাঁচাতে যে কোন মানুষই চেষ্টা করে। সবার পক্ষে পেশাগতসূত্রে ওয়ার্ক ভিসা নিয়ে অপেক্ষাকৃত নিরাপদ গন্তব্যে যাওয়া সম্ভব হয়না। অনেকেই বাধ্য হন পশ্চিমা দেশে রাজনৈতিক আশ্রয় নিতে; কেউ শখ করে মাতৃভূমি ছেড়ে বিদেশে পাড়ি জমায় না।

কিন্তু যখনই যে দেশ মৃত্যুকূপে পরিণত হয়; সেদেশের মানুষ শুধু জীবন বাঁচাতে অভিবাসী হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের মৃত্যুকূপ জার্মানী থেকে পালিয়ে যারা যুক্তরাষ্ট্রে গিয়েছিলো; তাদের মাঝ থেকে বেরিয়ে এসেছে অনেক শিক্ষক-গবেষক। যুগে যুগে নির্বাসনদন্ড নিয়ে মাতৃভূমি ছেড়ে যাওয়া লেখকেরা রেখে গ্যাছেন অমরসৃষ্টি। উত্তর আফ্রিকা বা মধ্যপ্রাচ্যের মৃত্যু উপত্যকা থেকে পালিয়ে যাওয়া শরণার্থীর সন্তানেরা অনেকেই ইউরোপের দেশে দেশে শিক্ষায়-গবেষণায়-রাজনীতিতে-সামাজিক নেতৃত্বে সুকৃতির স্বাক্ষর রেখে চলেছে।

তাই কেউ কোন দেশে নিরাপদ আশ্রয় চাইলে কাঁকড়া-সমাজের তাকে কামড়ে ধরা অনুচিত। দৃশ্যটা এরকম একজন মানুষ মৃত্যুভয়ে মৃত্যুকূপ থেকে উঠে বেরিয়ে যেতে চাইছে; আর নীচ থেকে অসংখ্য কাঁকড়া মানুষ তার পা কামড়ে ধরেছে। এমন ভ্যাড়ভেড়ে কাঁকড়া-বস্তি সত্যিই বিরল।

লেখক : প্রবাসী সাংবাদিক

Print Friendly, PDF & Email