April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রেজিস্ট্রেশনভুক্ত হলো রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ

জ্যেষ্ঠ প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানি) রেজিস্ট্রেশনভুক্ত হওয়ায় ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রে অভাবনীয় সাফল্যের দ্বার উন্মোচিত হয়েছে।

লক্ষ্মীপুরে অবস্থিত এ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সারাদেশে ন্যাচারাল হেল্থ এডুকেশন সেক্টরে আলো ছড়াতে শুরু করেছে।

অধ্যক্ষ অধ্যাপক হাকিম কামরুননাহার হারুনের নেতৃত্বে কলেজের একটি প্রতিনিধিদল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লি ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানায়।

সভায় বক্তৃতা করেন-হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, হামদর্দ সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, ফাউন্ডেশন পরিচালক অবসরপ্রাপ্ত লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী, পরিচালক উৎপাদন বশির আহাম্মদ, পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম, পরিচালক তথ্য ও জনসংযোগ আমিরুল মোমেনীন মানিক, স্বাস্থ্য অধিদপ্তরের ইউনানি বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আবুবকর সিদ্দিক, আয়ুর্বেদিক বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার এএফএম কামরুজ্জামান সুমন, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের (ইউনানি) উপাধ্যক্ষ সাইদুল ইসলাম খান। সংবাদ বিজ্ঞপ্তি।

Print Friendly, PDF & Email