May 14, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কর্মরত অবস্থায় শ্রমিক মারা গেলে ২ লাখ টাকা সহায়তা

ডেস্ক: বজ্রপাতে নিহত কৃষি শ্রমিকদের পরিবারকে সর্বোচ্চ ২ লাখ টাকা সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। সোমবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে পৌনে ৩শ’ কোটি টাকা জমা হয়েছে।

রফতানিযোগ্য পোশাক কারখানার জন্য গঠিত তহবিলে জমা হয়েছে ৪৪ কোটি টাকা শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, ‘যদি প্রমাণ হয় যে কর্মস্থলে কাজ কুরতে গিয়ে মারা গেছে, তাহলে আমরা সর্বোচ্চ ২ লাখ তাকা দিয়ে সহায়তা করতে পারবো। তিন কোটি টাকার সম্পদ ও ২ কোটি টাকার মূলধন যেসমস্ত ব্যবসা প্রতিষ্ঠান তারা তাদের ব্যবসা শেষে প্রতি বছর যে রিটার্ন সাবমিট করবেন, সেই রিটার্ন সাবমিট করার সময় যে ঘোষণা করবেন, সেই ঘোষণার লাভে ৫% আলাদা করতে হবে।

সেই ৫% আলাদা করে তার দশ ভাগ করে ৮ ভাগ প্রতিষ্ঠানের কর্মচারীদের দিতে হবে। বাকি ২% এর একভাগ প্রতিষ্ঠানে ট্রাস্টি বোর্ড করে রাখতে হবে। বাকি একভাগ শ্রমিককল্যাণ  ফাউন্ডেশনে জমা হবে।’

বাংলাদেশের যেকোন শ্রমিক সে হোক প্রাতিষ্ঠানিক অথবা অপ্রাতিষ্ঠানিক। হতে পারে সে রিকশাওয়ালা বা কৃষক শ্রমিক। যে শ্রমিকই হোক তাকে দুই লাখ টাকা দিয়ে সহায়তা করা হবে।’

Print Friendly, PDF & Email