April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অরণ্যের অধিকার

————————--দেবদাস কর্মকার 
নিমগ্ন অরণ্যের অধিকার কেড়ে নিয়েছে মানুষ
খামারে খামারে উত্পাদিত পশুত্বের চীত্কার
সীমানার কাটাতার ভেঙে আর্ত মানুষের ঢল
উলঙ্গ শিশু,বৃদ্ধ,যুবতী যুবক, উদভ্রান্ত নারী ।
অরণ্যে কোন পশু নেই,কেবল মানুষের রক্তের
হোলিখেলা
প্রচণ্ড  অন্ধকার জুড়ে শুধু পতনের উত্সব
তবে ঈশ্বর!
তাঁর  অধিকার  ও কি কেড়ে নিয়েছে দুর্বৃত্তের দল?
সীমাহীন বিরুদ্ধতা,ক্ষুধা মৃত্যু মানবতার বিপর্যয়
দুর্গার দুর্গ  নিয়েছে ঊষর যুগের দখলের খেল
অসুরের মারনাস্ত্রের সাঁজোয়া বহরে বিজয় পতাকা
বৃটিশ ভারতের করুণ ইতিহাস  অথবা
বাংলাদেশের স্বাধীনতার ঊষালগ্নের মৃত্যুর মিছিল ।
এমনি মানবতার মহা বিপর্যয় ক্ষণে রবীন্দ্রনাথ  এসে
দাঁড়ালেন মানবতার পাশে,
বাজালেন বিসর্জনের গুরুগম্ভীর ঢাক,
নজরুলের কন্ঠে উচ্চারিত হলো
‘হিন্দু না ওরা মুসলিম  ঐ জিজ্ঞাসে কোন জন
কাণ্ডারী বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার’।
সভ্যতা  এগিয়েছে চারপাযে দৌড়ে
কিন্তু মানুষ যেন থেকছে পশুর শিকলে বন্দি ।
Print Friendly, PDF & Email