April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে ইতালী আওয়ামী লীগ

আসলামউজ্জামান, ইতালী থেকেঃ আওয়ামী লীগ সভানেত্রী,বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১১ ফেব্রুয়ারি ইতালীর রোম সফরের কথা রয়েছে। এ উপলক্ষে চাঙ্গা হয়ে উঠেছে ইতালী আওয়ামী লীগ। দফায় দফায় চলছে বৈঠক। গঠন করা হচ্ছে আপ্যায়ন,সেচ্ছাসেবক সহ বিভিন্ন উপ কমিটি। বিশাল নাগরিক সংম্বর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইতালী আওয়ামী লীগ। প্রস্তুত করা হচ্ছে প্রায় দুই হাজার আসনের হল রুম। ইতালীর বিভিন্ন প্রভিন্স(জেলা) আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার । ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাড)-এর ৪১তম সম্মেলনে যোগ দিতে আগামী ১১ ফেব্রুয়ারী ইতালির রোম সফরে আসবেন প্রবাসী বান্ধব সরকার শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ইফাডের কাউন্সিলে যোগ দেয়ার সময় ১৩ ফেব্রুয়ারি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এদিন বিকেলে ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গেও বৈঠক করবেন। ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের বাণিজ্য, পরিবেশ, বিনিয়োগ, পর্যটন ও যোগাযোগ নিয়ে আলোচনা করবেন বেল জানা গেছে। সফরের শেষ দিনে ইতালির ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হতে পারেন প্রধানমন্ত্রী।সেই সঙ্গে ইতালিতে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের সংম্বর্ধনায় যোগ দেয়ার কথা রয়েছে।ইতালী আওয়ামী লীগ এ নিয়ে পুরাপুরি ব্যস্ত । প্রবাসীদের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।ইতালী আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ ইতালী,রোম মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও প্রস্তুতি নিচ্ছেন। এ দিকে এই সফরকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ দূতাবাস ইতালী। বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আঃ সোবহান সিকদার বলেন মাননীয় প্রধানমন্ত্রীর সফরের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন। তবে এই সফর বাংলাদেশ এবং ইতালী প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ,মানবতার নেত্রী জনেত্রী শেখ হাসিনাকে ইউরোপের মাটিতে সর্ব কালের ঐতিহাসিক সংম্বর্ধনা দেওয়া হবে এবার। সাধারন সম্পাদক হাসান ইকবাল বলেন প্রবাসী বান্ধব সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার সফরকে ঘিড়ে ইউরোপ জুড়ে নেতাকর্মীরা উল্লাসিত। ইতালী প্রবাসীদের তিনি ভালবাসেন তার প্রমান সংম্বর্ধনার মাধ্যমে দেওয়া হবে। ইতালী আওয়ামীলীগের সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী বলেন দলীয় প্রধান মানবতার মা শেখ হাসিনার এই সফর হবে ঐতিহাসিক। আমরা প্রবাসীরা আওয়ামী লীগ সরকারের কাছ থেকে অনেক পেয়েছি এখন কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই । তিনি আরো বলেন রোম ঢাকা রোম রুটের বিমান যাতে চালু করা হয় সে ব্যাপারে জোর অনুরোধ জানাচ্ছি। ইতালী আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এম এ রব মিন্টু বলেন বর্তমান সরকার শতভাগ প্রবাসী বান্ধব । আমরা মানবতার মা ,গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার কাছে দৈত্য নাগরিকরা যাতে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে দেখবেন বলে আমরা আশাবাদী । সব মিলিয়ে আমরা আগামী ১১ ফেব্রুয়ারির অপেক্ষায়।এ দিকে সর্ব ইউরোপে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া বলেন যারা প্রবাসে দেশের বিরুদ্ধে অপ্রচার করে তাদের বিচারের দাবী জানান।

Print Friendly, PDF & Email