May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মিয়ানমারে সু চি’র বাড়ির আঙিনায় পেট্রোল বোমা নিক্ষেপ

ডেস্ক: মিয়ানমারের নেত্রী এবং দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি’র বাড়ির কম্পাউন্ডে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ইয়াংগনে সু চি’র বাড়ির কমপাউন্ডে এ বোমাটি নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন সু চি’র দপ্তরের একজন কর্মকর্তা। বার্তা সংস্থা এএফপি এবং আরো কয়েকটি সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বাসার কমপাউন্ডে যখন বোমাটি নিক্ষেপ করা হয় তখন সুচি সেখানে ছিলেন না। বর্তমানে তিনি নেপিডো শহরে অবস্থান করছেন।তার দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বোমাটি নিক্ষেপের পর দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

বোমা নিক্ষেপে কারা জড়িত তা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না কর্মকর্তার। সন্দেহভাজনদের খোঁজে নিরাপত্তাবাহিনী ব্যাপক তল্লাশি শুরু করেছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

অং সান সু চি’র বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপের মুখে আছেন তিনি।

গত সপ্তাহে সাবেক মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন অভিযোগ করেন, রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে মিজ সু চি’র আন্তরিকতার অভাব আছে।

সূত্র : বিবিসি বাংলা

Print Friendly, PDF & Email