April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, পাকিস্তান ও ভারত

ডেস্ক: আজ বুধবার আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের পশ্চিম অংশ কেঁপে উঠেছে ভূমিকম্পে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল আফগানিস্তান। শক্তিশালী এ ভূমিকম্পটি ভারতের রাজধানী দিল্লি পর্যন্ত অনুভূত হয়েছে।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তবে পাকিস্তানে এক শিশুর মৃত্যুসংবাদ পাওয়া গেছে।

ভূমিকম্পে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে এ মৃত্যু ঘটেছে। সেখানে বাড়ির ছাদ ধসে একটি শিশু নিহত ও ওই পরিবারের আরো নয় সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা তথ্যানুযায়ী, বুধবার আফগানিস্তানের হিন্দুকশ পর্বতমালা এলাকার জার্মের কাছে ভূপৃষ্ঠের ১৯০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.১।

২০১৫ সালে ৭.৫ মাত্রার একটি ভূমিকম্পে এই এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ভূমিকম্পে এলাকার অধিকাংশ ভবনগুলো ধসে পড়েছিল এবং ভয়াবহ ভূমিধসের কারণ হয়েছিল। এতে এলাকাটির ৩৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।

সূত্র: অনলাইন

Print Friendly, PDF & Email