May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দেখা হল সবচেয়ে লম্বা ও খাটো মানুষের

ডেস্ক: তুরস্কের অধিবাসী ৩৫ বছর বয়সী সুলতান কোসেনের উচ্চতা ৮ ফুট ১ ইঞ্চি। তিনি পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ। অন্যদিকে পৃথিবীর সবচেয়ে খাটো মানুষ হচ্ছেন ২ ফুট উচ্চতার ভারতের নাগপুরের ২৪ বছরের জ্যোতি আমগে।

সম্প্রতি এক ফটোশুটে দুজনকে দেখা যায় একসঙ্গে । ছবিতে কোসেনের হাঁটুর নিচে দেখা যাচ্ছিল পৃথিবীর সবচেয়ে খাটো মানুষ জ্যোতিকে। ২০১১ সাল থেকে এই দুইজন ‘গিনেস বুক অব ওয়ার্ল্ডস’- এ বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো মানুষের রেকর্ড দখল করে আছেন।

মিসরের পর্যটন বোর্ডের আমন্ত্রণে সম্প্রতি দেশটি সফরে যান এই দুই বিশ্ব রেকর্ডধারী। মিসরের পিরামিডের সামনে তাদের ফটোশুট করা হয়। পরে তারা কায়রোর একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনে অংশ নেন।

কোসেন ২০ বছর বয়সে ‘গিনেস বুক অব ওয়ার্ল্ডস’-এ সবচেয়ে লম্বা মানুষ হিসাবে স্বীকৃতি পান। এখন পর্যন্ত ১০ জন লম্বা মানুষ ‘গিনেস বুক অব ওয়ার্ল্ডস’-এ স্থান  পান। কোসেন বিশ্বে সবচেয়ে লম্বা হাতের অধিকারীও।

অন্যদিকে জ্যোতি ১৮ বছর বয়সে গিনেস বুকে বিশ্বে সবচেয়ে খাটো বা ক্ষুদ্র মানুষ হওয়ার রেকর্ড অর্জন করেন। তখন তার ওজন ছিল ৫ কেজি। সূত্র: মিরর

Print Friendly, PDF & Email