April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

লিভার চিকিৎসায় স্টেম সেল থেরাপি

ডা. মামুন-আল-মাহতাব স্বপ্নীল :  ‘লিভার ফেইলিউর’_ আঁতকে ওঠার মতো একটি রোগের নাম। ভাইরাল হেপাটাইটিসের মতো অ্যাকিউট কন্ডিশন কিংবা লিভার সিরোসিসের মতো ক্রনিক ব্যাধি_ এ দু’ধরনের রোগের ক্ষেত্রেই রোগীদের লিভার ফেইলিউর দেখা দিতে পারে। একবার দেখা দিলে এটি লিভারের সবচেয়ে জটিল সমস্যাগুলোর একটি হয়ে দাঁড়ায়। লিভার ফেইলিউরে মৃত্যুর ঝুঁকি অ্যাকিউট ও ক্রনিক লিভার রোগের ক্ষেত্রে একেক রকম, কিন্তু কোনো ক্ষেত্রেই তা বিন্দুমাত্র কম আশঙ্কাজনক নয়। অ্যাকিউট লিভার ফেইলিউরে মৃত্যুর ঝুঁকি ৬০ শতাংশ বা তার কাছাকাছি। ক্রনিক ফেইলিউরের ক্ষেত্রেও তা কমবেশি ৫০ শতাংশ। এখন পর্যন্ত লিভার ফেইলিউরের চিকিৎসা ‘লিভার ট্রান্সপ্লানটেশন’। তবে নানা কারণেই তা এখনও অনেক জটিল। ট্রান্সপ্লানটেশন করতে হলে আত্মীয়ের মধ্যে একজন ডোনারের প্রয়োজন হয়, যা জোগাড় করা সবসময় সম্ভব নয়। বিশেষ করে এটি অ্যাকিউট লিভার ফেইলিউরের ক্ষেত্রে অনেক বেশি প্রযোজ্য। কারণ এ ক্ষেত্রে সময় পাওয়া যায় খুবই কম। বাংলাদেশে এ মুহূর্তে লিভার ট্রান্সপ্লানটেশনের সুবিধা নেই। প্রতিবেশী ভারতেও এই চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল, যা আমাদের মধ্যবিত্তের নাগালের বাইরে। স্টেম সেল থেরাপি এসব ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। শুধু লিভার ফেইলিউরেই নয়, টাকে চুল গজানো থেকে শুরু করে হাঁটুর ব্যথা আর হার্ট ফেইলিউর_ এমন অনেক রোগেই এর যথেষ্ট প্রয়োগ রয়েছে। বিশেষ করে লিভার ফেইলিউরের চিকিৎসায় এর গ্রহণযোগ্যতা ব্যাপক। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগে ক্রনিক লিভার ফেইলিউরের চিকিৎসায় সাফল্যের সঙ্গে স্টেম সেল থেরাপি ব্যবহার শুরু হয়েছে। এ ব্যাপারে একই বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ যৌথভাবে কাজ করছে। বর্তমানে বাংলাদেশে প্রায় তিন কোটি মানুষ হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি কিংবা ফ্যাটি লিভারের মতো জটিল লিভারের রোগে আক্রান্ত। পাশাপাশি হেপাটাইটিস-এ এবং হেপাটাইটিস-ই-এর মতো অ্যাকিউট হেপাটাইটিস ভাইরাসগুলোর প্রকোপও যথেষ্ট। তথ্যানুযায়ী, বাংলাদেশে প্রতি বছর প্রায় ২০ হাজার মানুষ লিভার ফেইলিউরে মারা যায়। এই স্টেম সেল থেরাপি ভবিষ্যতে অনেক অসহায় রোগীকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনতে সক্ষম হবে। তাই লিভার সমস্যায় শুরুতেই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন, ভালো থাকুন।

ডা. মামুন-আল-মাহতাব স্বপ্নীল  সহযোগী অধ্যাপক হেপাটোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

সূত্র: সমকাল

Print Friendly, PDF & Email