April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সম্পাদক মুকুল

 ডেস্ক: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ঘাতক দালাল নির্মূল কমিটির রজতজয়ন্তী ও ৭ম জাতীয় সম্মেলন-২০১৭ এ লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরকে সভাপতি এবং কাজী মুকুলকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৬১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পরিষদ গঠন করা হয়। এ ছাড়া বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানীকে কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সভাপতি নির্বাচন করা হয়েছে।

Image may contain: 1 person, text
এদিকে কমিটির পক্ষ থেকে ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি আলবদর, আলশামস, জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, নেজামে ইসলামীসহ একাত্তরের সব যুদ্ধাপরাধী সংগঠনের বিচারের দাবি জানানো হয়েছে। এ ছাড়াও ১৯৫ জন চিহ্নিত পাকিস্তানের যুদ্ধাপরাধীর বিচারের দাবিও জানিয়েছে সংগঠনটি। এই দুই দাবিসহ মোট ১০ দফা দাবি প্রস্তাব করা হয়। নির্মূল কমিটির সহ-সভাপতি মুনতাসীর মামুন এসব দাবি তুলে ধরেন। সমাপনী অধিবেশনের সভাপতি বিচারপতি গোলাম রাব্বানী জাতনিরপেক্ষ সমাজ গড়ে তোলার দাবি জানান।

Print Friendly, PDF & Email