April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অভিজাত ক্লাবে তাস খেলা নিয়ে আদেশ আপাতত বহাল

ডেস্ক :  ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি অভিজাত ক্লাবে আইন বহির্ভূতভাবে ও টাকার বিনিময়ে হাউজি, ডাইস ও তাস খেলা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ আগামী রবিবারে লিভ টু আপিল দায়েরের নির্দেশ দেন। পাশাপাশি হাইকোর্টের আদেশ আপাতত বহাল রাখার আদেশ দেন।আজ (বৃহস্পতিবার) এ আদেশ দেওয়া হয়।
আদালতে ঢাকা ক্লাবের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মেহেদি হাসন চৌধুরী ও রুহুল কুদ্দুস কাজল। হাইকোর্টে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন এ এফ হাসান আরিফ।
এর আগে গত ৪ ডিসেম্বর বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে অভ্যন্তরীণ খেলার নামে কার্ড, ডাইস ও হাউজি খেলার বেআইনি ব্যবসার আয়োজকদের বিরুদ্ধে কেন যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে না, এ নিয়ে একটি রুলসহ নিষেধাজ্ঞা জারি করেন।
পরবর্তীতে ঢাকা ক্লাবের আবেদনের প্রেক্ষিতের ৬ ডিসেম্বর হাইকোর্টের আদেশের ওপর একদিনের স্থগিতাদেশ দিয়ে বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আজ  (বৃহস্পতিবার) শুনানি শেষে ঢাকা ক্লাবকে নিয়মানুযায়ী আগামী রবিবারের মধ্যে লিভ টু আপিলের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে চেম্বার জজের দেওয়া একদিনের স্থগিতাদেশ আর বহাল রইল না। হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রইল বলে জানান আইনজীবী রেদোয়ান আহমেদ।
হাইকোর্টের আদেশে যে ১৩টি ক্লাবের কথা বলা হয়েছিল সেগুলো হলো- ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, ধানমণ্ডি ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব-ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়রস ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট ক্লাব ও খুলনা ক্লাব।

ক্লাবগুলোকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত রাখতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ ১২ জনকে বিবাদী করা হয়েছে।

আইন অনুসরণ না করে এসব ক্লাবে জুয়া, ডাইস ও কার্ড খেলার মতো আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে গত বুধবার রিট আবেদনটি করা হয়েছিল।

Print Friendly, PDF & Email