May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জেলা পরিষদ নির্বাচনের বিরুদ্ধে হাইকোর্টের রুল

আদালত প্রতিবেদক : জেলা পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, স্থানীয় সরকার সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। জেলা পরিষদের পক্ষে ছিলেন আইনজীবী নুরে আলম।

জেলা পরিষদ আইন, ২০০০ ও ২০১৬ (সংশোধিত) এর তিনটি ধারা কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে।

গত ২৯ নভেম্বর জেলা পরিষদ নির্বাচন স্থগিত ও জেলা পরিষদ আইনের তিনটি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

ইউনুছ আলী আকন্দ জানান, সংবিধানের ১১ ও ৫৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নির্বাচন জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে করতে হয়। কিন্তু জেলা পরিষদ আইনে ৪, ৫ ও ১৭ ধারা অনুযায়ী জেলা পরিষদ প্রশাসক প্রতিনিধির ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে, যা সংবিধানের সাথে সাংঘর্ষিক।

Print Friendly, PDF & Email