April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিনা অনুমতিতে বেতারযন্ত্র আমদানি, বাজারজাত ও বিক্রিতে নিষেধাজ্ঞা

ডেস্ক:  বেতারের সব ধরনের যন্ত্রপাতি আমদানি, বাজারজাত ও বিক্রির আগে এখন থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর অনুমতি নিতে হবে। আজ সোমবার বিটিআরসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমদানি নীতি আদেশ ২০১২-১৫ এর ৫১ ধারা অনুযায়ী এ আদেশ দেওয়া হলো।

এতে বলা হয়েছে, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বিটিআরসির অনুমতি ছাড়াও মোবাইল ফোন সেট, ট্যাবলেট, পিসি, ওয়াকিটকি, রিপিটার, ফিক্সড ওয়ারলেস ফোন, মডেম আমদানি, ইজার ও বিক্রি করছে। আগামীতে এ ধরনের কাজ করার আগে অনুমিত নিতে হবে। অনুমতি ছাড়া কেউ এ কাজ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email