April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আশুলিয়ায় সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য আহত

ডেস্ক : আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভিতরে দায়িত্ব পালনকালে অসাবধনতাবশত সহকর্মীর গুলিতে শিল্প পুলিশ-১ এর কনস্টেবল রেজাউল (২২) আহত হয়েছেন। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।

আশুলিয়ার নলাম এলাকায় গ্লোবাল এ্যাটায়ার্স নামক তৈরি পোশাক কারখানার ভিতরে রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওই পুলিশ কনস্টেবলের বাড়ি নোয়াখালির বেগমগঞ্জে বলে জানা গেছে।

এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর সহকারী পরিচালক এসএএম ফজল-ই-খুদা জানান, আশুলিয়া শিল্প পুলিশ-১ এর কয়েকজন পুলিশ কনস্টেবল নলাম এলাকায় গ্লোবাস গার্মেন্টসে বিদেশীদের নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। সকালে ডিউটি শেষে হাসনাত নামের এক পুলিশ কনস্টেবল তার শর্টগান থেকে গুলি বের করার সময় অসাবধনতায় সহকর্মী রেজাউলের দুই পায়ের রানে গুলি লাগে।

তিনি জানান, পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় অন্য পুলিশ সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ নাছির উদ্দিন জানান, গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখে হচ্ছে।

Print Friendly, PDF & Email