May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মুস্তাফিজের অস্ত্রোপচার ১১ আগস্ট লন্ডনে

ক্রীড়া ডেস্ক : ইনজুরির কারণে মুস্তাফিজুর রহমানকে যে অস্ত্রোপচারের মুখোমুখি হতে হচ্ছে সেটি বেশ পুরনো খবর। নতুন খবর হলো- এই কাটার মাস্টারের অস্ত্রোপচারের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ১১ আগস্ট ছুরির নিচে যাবেন মুস্তাফিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়েছে।

তবে ম্যানচেস্টারে শল্যবিদ লেনার্ড ফাঙ্ক কিংবা অস্ট্রেলিয়ার গ্রেগ হয়ের কাছে মুস্তাফিজের অস্ত্রোপচার করানো হবে বলেই প্রথম দিকে বলা হচ্ছিল। কিন্তু এই দুজন নন; লন্ডনের ফর্টিয়েস হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের অধীনে অস্ত্রোপচার করাবেন মুস্তাফিজ।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরামর্শে ওয়ালেসের সঙ্গে যোগাযোগ করেন কাটার মাস্টার। অবশেষে তার কাছেই অস্ত্রোপচার করানো হবে বলে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে বিসিবি।

অস্ত্রোপচার করতে ৩০ মিনিটের মতো সময় লাগে। আধঘণ্টার অস্ত্রোপচারের পর হাসপাতালে থাকতে হবে ছয় ঘণ্টার মতো। কিন্তু ছুটিতে চলে যাবেন বলে ২২ আগস্টের আগে সময় দিতে পারবেন না ফাঙ্ক। যে কারণে কালবিলম্ব না করে ওয়ালেসকেই বেছে নেয় বিসিবি।

Print Friendly, PDF & Email