April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অস্ত্রোপচার নিয়ে মোটেই নার্ভাস নয় মুস্তাফিজ

ডেস্ক: ইংল্যান্ডের অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের অধিনে আগামী ১১ আগস্ট(বৃহস্পতিবার) অস্ত্রোপচার করা হবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। যদিও এ ধরনের ইনজুরির অস্ত্রোপচারে বিপদের আশঙ্কা তেমন নেই বললেই চলে। তারপরও অস্ত্রোপচার বলে কথা। এ বিষয়টি নিয়ে কি ভাবছেন মুস্তাফিজ? অথবা অস্ত্রোপচার নিয়ে কি নাভার্স তিনি? এমনই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মুস্তাফিজ ভক্তদের মাঝে। এর উত্তর খুঁজতে শনিবার(০৬ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরীর শরনাপন্ন হয় দ্য রিপোর্ট। কারণ তার সাথেই চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বারবারই যোগাযোগ হচ্ছে মুস্তাফিজের। আর অস্ত্রোপচারের সময় মুস্তাফিজের পাশেই থাকার কথা রয়েছে বিসিবির এই চিকিৎসকের। যার জন্যে ভিসা প্রক্রিয়াও চলছে তার।

দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, অস্ত্রোপচার নিয়ে মোটেই নার্ভাস নয় মুস্তাফিজ। বরং লন্ডনে তিনি অবস্থান করছেন স্বাভাবিকভাবেই। ঘুরছেন-ফিরছেন, এমন কি ঘরোয়া পরিবেশে টুকটাক বলও করছেন মুস্তাফিজ। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমার সাথে গত পরশু(বৃহস্পতিবার) ওর কথা হয়েছে। ও(মুস্তাফিজ) জানিয়েছে, সে ওখানে টুকটাক বোলিং করছে। আসলে তার যে ইনজুরি তাতে তো ওভাবে ব্যাথা হওয়ার কথা নয়, যে কারনে সে স্বাভাবিক ভাবে সব কিছু চালিয়ে যেতে পারছে।’

অস্ত্রোপচারে বিষয়টি নিয়ে মুস্তাফিজ নার্ভাস কিনা জানতে চাইলে, তিনি বলেন, ‘না, এটা তো নার্ভাস হওয়ার মতো তেমন বড় কোন অপারেশন না। সে এ ব্যপারে শক্ত আছে।’

এছাড়া এসময় তিনি আরো জানান, চিকিৎসকের সুবিধা অনুযায়ী লন্ডনের ফোর্টিয়াস হাসপাতালের পরিবর্তে বুপা ক্রোমওয়েল হাসপাতালে অস্ত্রোপচার করা হবে মুস্তাফিজের। এখানে করানোর কারণ জানতে চাইলে দেবাশিষ বলেন, ‘আসলে ওয়ালেস(মুস্তাফিজের চিকিৎসক) ওই হাসপতালেই বসেন আর সেখানে এর চেয়ে সুযোগ সুবিধা বেশি। যে জন্যে সেখানেই তিনি এটা করার কথা বলেছেন। আর এটা করতে খুব বেশি সময়ও লাগবেনা, ৪০/৪৫ মিনিট মতো লাগতে পারে।’

উল্লেখ্য, কাউন্টি খেলতে গত ২০ জুলাই ইংল্যান্ডে গিয়েছিলেন কাটারমাস্টার মুস্তাফিজুর রহমান। কিন্তু হঠাৎ করেই পুরনো একটি কাঁধের ইনজুরিতে পড়ে চিকিৎসার জন্যে এখন সেখানেই অবস্থান করছেন তিনি।

Print Friendly, PDF & Email