April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বেনাপোল সীমান্তে বিজিবির ১৫ নারী সদস্য নিয়োগ

বেনাপোল প্রতিনিধিঃ চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদ্য নিয়োগপ্রাপ্ত  নারী সৈনিকদের নিয়োগ দেওয়া হযেছে বেনাপোলের বিভিন্ন সীমান্তে।
প্রথমবারের মতো বিজিবির ১৫ জন নারী সৈনিক আজ সোমবার আনুষ্ঠানিকভাবে সকালে তাদের দায়িত্বপালন শুরু করেছে। গত ৫ জুন প্রথম ব্যাচের ৯৭ জন বিজিবির নারী সৈনিক সীমান্ত কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এদের মধ্যে ১৫ জনকে যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল বিজিবির আইসিপি চেকপোস্ট ক্যাম্পে যোগ দেন।
এদের মধ্যে ঋতু, নারগিস, তানিয়া সুলতানা, মৌসুমী, সাগরিকাসহ মোট ১৩ সদস্যকে চেকপোস্ট ক্যাম্পে এবং আমড়াখালি চেকপোস্ট ক্যাম্পে বাকি দুইজন যোগ দেন। বিজিবি সূত্রে জানা যায়, নানা পেশায় পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ ও সমঅধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবিতে ২০১৫ সালে প্রথমবারের মতো নারী সৈনিক নিয়োগ দেওয়া হয়। চট্টগ্রামের সাতকানিয়ার ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল’ এ মৌলিক প্রশিক্ষণ শেষে গত ২০১৬ সালের ৫ জুন প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে নারী সৈনিকদের প্রথম ব্যাচটি বিজিবিদের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। যোগদানের পরপরই তাদেরকে টেকনাফ ও বেনাপোলের মতো যেসব এলাকায় নারী পাচারকারীদের আনাগোনা সেখানে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি বিজিবির গেইটগুলোতেও পুরুষের পাশাপাশি দায়িত্বে থাকবে বিজিবি নারীরা।
চলতি বছর আরো ১০০ জন নারী সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। যাদের মৌলিক প্রশিক্ষণ জুলাই মাসে শুরু হয়েছে। এ বিষয়ে নার্গিস খাতুন জানান, ট্রেনিং শেষে তাঁরা প্রথমে যশোরের বেনাপোল সীমান্তে যোগদান করে দায়িত্ব পালন করছেন। তাঁদের এ পেশা কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, “ভালোই লাগছে। দেশের জন্য কাজ করতে পেরে ভালোই লাগছে। সীমান্তে চোরাচালান ঠেকাতে পারলে আরো ভালো লাগবে। আমরা দায়িত্বে অবহেলা করব না।” বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম বলেন, “নারী বিজিবি অবশ্যই সীমান্তে প্রয়োজন। কারণ সীমান্ত দিয়ে অনেক নারী পাচারকারী যাতায়াত করে। অনেক সময় এসব নারী পাচারকারীদের পুরুষ বিজিবি দেহ তল্লাশি করতে পারে না। অনেক পাসপোর্টধারী যাত্রীও বৈধপথে অবৈধ পণ্য নিয়ে দেশের মধ্যে প্রবেশ করেন। সন্দেহ হওয়া সত্ত্বেও তাদের তল্লাশি করা সম্ভব হয় না। নারী বিজিবি সদস্য যোগ হওয়ায় আর সে বাধা রইল না। বেনাপোলের ওপারে বিএসএফ’র ১৫ জন নারী সদস্য কাজ করছেন।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন সীমান্তে নারী সৈনিক যোগদানের সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবিকে আধুনিকায়ন করতে পুরুষ সৈনিকদের পাশাপাশি নারী সৈনিক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া সীমান্তে সন্ত্রাস জঙ্গি অস্ত্র মাদক প্রতিরোধে বিজিবির ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে। চোরাচালান ও সীমান্ত রক্ষায় যা যা প্রয়োজন তাই করা হবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email