May 14, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণ অনুমোদন রাশিয়ার

ডেস্ক : বাংলাদেশের পাবনার রূপপুরে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ১ হাজার ১৩৮ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে রাশিয়া।

রাশিয়া সরকার সোমবার এই ঋণ অনুমোদন দিয়েছে বলে দেশটির গণমাধ্যম আরটির খবরে বলা হয়।

দু’টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ১ হাজার ২৬৫ কোটি ডলারের বাকি অর্থের যোগান দিবে বাংলাদেশ সরকার।

২৭ জুন রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার কাছ থেকে ঋণ নিতে আন্তঃরাষ্ট্রীয় ঋণচুক্তির খসড়ায় অনুমোদন দেয় বাংলাদেশ সরকার।

২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই ঋণ প্রদান করবে রাশিয়া। পরবর্তী ২০ বছরে সুদসহ বাংলাদেশ কিস্তিতে ঋণের অর্থ পরিশোধ করবে। ঋণ পরিশোধের সময় ২০২৭ সালের ১৫ মার্চ থেকে গণনা করা হবে।

রাজধানী ঢাকা থেকে ১৬০ কি.মি. দূরে তৈরি করা হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির দু’টি ইউনিট। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে ১ হাজার ২০০ মেগাওয়াট। ইউনিট দু’টির স্থায়িত্বকাল নির্ধারণ করা হয়েছে ৬০ বছর। তবে বাড়তি ২০ বছরও ব্যবহার করা যাবে পরবর্তীতে।

২০১৫ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের সঙ্গে রাশিয়ার রোসাটমের বিদ্যুৎকেন্দ্র নির্মাণ সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়েছিল।

Print Friendly, PDF & Email