May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

যেসব কারণে মিসবাহদের ‘লর্ডস’ জয় স্মরণীয় হয়ে থাকবে

ডেস্ক : চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে ইংল্যান্ডকে ৭৫ রানে হারিয়েছে পাকিস্তান। এ নিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গিয়েছে মিসবাহ বাহিনী। সর্বশেষ ১৯৯৬ সালে এখানে টেস্ট জিতে পাকিস্তান। ২০ বছর পর একই ভেন্যুতে এই জয়টি পাকিস্তানের জন্য নানা কারণে স্মরণীয় হয়ে থাকবে।

এবার চলুন জেনে নেওয়া যাক যেসব কারণে পাকিস্তানের ‘লর্ডস’ জয় স্মরণীয় হয়ে থাকবে-

ক. লর্ডসে নিজের অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক। এটি তার ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি।

খ. ২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার অপরাধে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর নিষিদ্ধ হন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। নিষেধাজ্ঞা কাটিয়ে সেই লর্ডস দিয়েই টেস্টে প্রত্যাবর্তন করেছেন তিনি।

গ. হোম অব ক্রিকেট খ্যাত লর্ডসে ১৬টি টেস্ট ম্যাচের মধ্যে এটি পাকিস্তানের চতুর্থ জয়।

ঘ. লর্ডসে দুই ইনিংস মিলে ১০ উইকেট দখলে নিয়েছেন পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ। লর্ডসে এশিয়ার কোনো বোলার হিসেবে এই প্রথম ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন তিনি।

ঙ. ঐতিহ্যবাহী লর্ডসে সর্বশেষ ১৯৯৬ সালে টেস্ট জিতে পাকিস্তান। ওই সময় পাকিস্তানের অধিনায়ক ছিলেন ওয়াসিম আকরাম। এ নিয়ে ২০ বছর পর লর্ডস জয় করল মিসবাহরা। এই ভেন্যুতে জয় পাওয়া পাকিস্তানের চতুর্থ অধিনায়ক মিসবাহ। এর আগে ইমরান খান (১৯৮২), জাভেদ মিয়াঁদাদ (১৯৯২) ‘লর্ডস’ জয় করেন।

Print Friendly, PDF & Email