May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

১৪৭৯ উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ

ডেস্ক প্রতিবেদন : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা এর অধীনে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে যোগ্য প্রার্থীদের মধ্যে ধেকে পূরণ করার জন্য রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার অধিবাসী ব্যতীত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

পদের নাম : উপসহকারী কৃষি কর্মকর্তা

পদ সংখ্যা : ১৪৭৯

শিক্ষাগত যোগ্যতা : বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত ইন্সটিটিউট হতে কৃষি বিজ্ঞানে ৪ (চার) বছর মেয়দী ডিপ্লোমা।

বেতন : ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা।

জেলায় শুন্য পদ না থাকায় মানিকগঞ্জ, শেরপুর, নাটোর, বগুরা, গাইবান্ধা, কুড়িগ্রাম, মেহেরপুর, নড়াইল, ঝালকাঠি, পিরোজপুর, ফরিদপুর ও রাজবাড়ী জেলা ব্যতিত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন (তবে এতিমখানা নিবাসী ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।)

বয়স : ৩১ মে ২০১৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের বয়স ১৮-৩২ বছর গ্রহণযোগ্য।

আবেদনের সময়সীমা : আগামী ১ জুন ২০১৬ ইং সকাল ১০ টা থেকে ৩০ জুন ২০১৬ ইং সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া : অনলাইনে আবেদন পূরণের ক্ষেত্রে শুধু টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http:/dae.teletalk.com.bd) অথবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইট (www.dae.gov.bd) থেকে প্রাপ্ত অনলাইন আবেদনপত্র বৈধ বলে গণ্য হবে।

বিস্তারিত জানতে এবং আবেদন করতে : ক্লিক করুন

Print Friendly, PDF & Email