May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

৩৪৪০ জন ‘সহকারী শিক্ষক’ নিয়োগ দেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

ডেস্ক প্রতিবেদন : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৩) এর আওতায় প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট ‘সহকারী শিক্ষক’ পদে শুধু মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীগণের নিকট হতে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে (পার্বত্য তিন জেলা রাঙ্গামটি, খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত) নিম্নে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের নাম : সহকারী শিক্ষক

পদসংখ্যা : ৩৪৪০

শিক্ষাগত যোগ্যতা :
পুরুষপ্রার্থীদের ক্ষেত্রে : যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএসহ স্নাতক বা সমামানের ডিগ্রী।

নারী প্রার্থীদের ক্ষেত্রে : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমামানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/সমমানের জিপিএসহ উত্তীর্ণ অথবা স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন :

প্রশিক্ষণপ্রাপ্তদের বেতন স্কেল : ১০ হাজার ২০০ টাকা থেকে ২৪ হাজার ৬৮০ টাকা। (গ্রেড-১৪, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
প্রশিক্ষণবিহীন বেতন স্কেল : ৯ হাজার ৭০০ টাকা থেকে ২৩ হাজার ৪৯০ টাকা। (গ্রেড-১৫, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)।

বয়স : ৩০ জুন ২০১৬ তারিখে ১৮ থেকে ৩০/৩২ বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৩২ বছর। মুক্তিযোদ্ধার প্রতিবন্ধী পুত্র-কন্যার বয়সের উর্ধ্বসীমা ৩২ বছর। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার সন্তানদের (মুক্তিযোদ্ধার নাতি নাতনী) বয়সের উর্ধ্বসীমা ৩০ বছর।

নিম্ন বর্ণিত জেলাসমূহের পাশে উল্লেখিত উপজেলা /থানায় প্রাক-প্রাথমিকের কোনো শূন্যপদ না থাকায় উক্ত উপজেলা/থানায় প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই।

চাপাইনবাবগঞ্জ : গোমস্তাপুর, ভোলাহাট; নাটোর : লালপুর; কুষ্টিয়া : দৌলতপুর, ভেড়ামারা; মাগুরা : শ্রীপুর; নেত্রকোনা : কলমাকন্দা, কেন্দুয়া; টাঙ্গাইল : ঘাটাইল; রাজবাড়ি : পাংশা; শরীয়তপুর : ডামুড্যা; ময়মনসিংহ : ভালুকা তারাকান্দা; কিশোরগঞ্জ : তারাইল; ঢাকা : মোহম্মদপুর, রমনা, ডেমরা; ফরিদপুর : নগরকান্দা, মধুখালী; জামালপুর : মাদারগঞ্জ; লক্ষ্মীপুর : রামগতি, কমলনগন; চট্টগ্রাম : কোতয়ালী; ব্রাহ্মণবাড়িয়া : কসবা; নোয়াখালী : সুবর্ণচর; পঞ্চগড় : দেবীগঞ্জ; কুড়িগ্রাম : চিলমারী, ফুলবাড়ী; ভোলা : লালমোহন; সুনামগঞ্জ : সদর, দোয়ারাবাজার।

আবেদনের সময়সীমা : অনলাইনে আবেদন ফি গ্রহণ শুরুর তারিখ ৩০ মে ২০১৬ (সকাল ১০ টা ৩০ মিনিট)। শেষ তারিখ ৩০ জুন ২০১৬ (রাত ১১ টা ৫৯ মিনিট)।

আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। সে লক্ষ্যে http://dpe.teletalk.com.bd এবংwww.dpe.gov.bd ওয়েবসাইটে লগ-ইন করলে একটি লিংক পাওয়া যাবে। এ লিংকে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে হবে।

বিস্তারিত জানতে : ক্লিক করুন

Print Friendly, PDF & Email