April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আঘাত হানতে শুরু করেছে ‘রোয়ানু’ (ভিডিও)

ডেস্ক: চট্টগ্রাম ও বাগেরহাট উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’। বাগেরহাট জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম জানান, বেলা সোয়া ১টার দিকে বাগেরহাট উপকূলে আঘাত হানে ‘রোয়ানু’। এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার কিছুক্ষণ পরে ঘূর্ণিঝড় রোয়ানু চট্টগ্রাম উপকূল ‍অতিক্রম করতে শুরু করে।
এসময় ঘূর্ণিঝড়ের একটানা গতিবেগ ছিল ৭০ থেকে ৮০ কিলোমিটার। এর ফলে প্রচণ্ড ঝড়ো হাওয়ায় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, সন্দ্বীপ উপেজেলার নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়ে পড়েছে। একই গতিবেগে ঘূর্ণিঝড় রোয়ানু বর্তমানে চট্টগ্রাম উপকূল অতিক্রম করে উত্তর-পূর্বদিকে মায়ানমারের দিকে অগ্রসর হচ্ছে  বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

এদিকে রোয়ানুর প্রভাবে চট্টগ্রাম নগরীসহ আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। একইসঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাতও হচ্ছে। ঝড়ো হাওয়ায় চট্টগ্রাম সার্কিট হাউজের সামনে তিনটি গাছ রাস্তার উপর ভেঙে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে বাঁশখালী, আনোয়ারা ও সন্দ্বীপ উপজেলায় প্রচণ্ড জোয়ারে বেড়িবাঁধ উপচে পানি ঢুকে গেছে লোকালয়ে। বিভিন্ন এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
অপরদিকে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে সৃষ্ট ঝড় ও ভারী বৃষ্টিতে পাহাড়ধসে পাঁচজনের মৃত্যু হয়েছে।
রোয়ানুর প্রভাবে ঝড়ে ভোলার তজুমদ্দিন উপজেলায় ও  পটুয়াখালী দশমিনায় তিনজনের মৃত্যু হয়েছে। বিধ্বস্ত হয়েছে কয়েক শ ঘরবাড়ি। এতে শতাধিক লোক আহত হয়েছেন। আর চট্টগ্রামের সীতকুণ্ডের সলিমপুরে ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিতে পাহাড়ধসে দুজনের মৃত্যু হয়েছে।

Print Friendly, PDF & Email