May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দশম জাতীয় সংসদের দশম অধিবেশন নয় কার্যদিবসে সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদের দশম অধিবেশন নয় কার্যদিবসে সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার সংসদ নেতা শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশন শেষ হয়েছে।

চলতি বছরের তৃতীয় অধিবেশন হিসেবে জুন মাসের প্রথম দিকে বাজেট অধিবেশন বসবে।

দশম অধিবেশন শুরু হয় গত ২৪ এপ্রিল। আর শেষ হলো আজ ৫ মে বৃহস্পতিবার। এই অধিবেশনে মোট নয় কার্যদিবসে ১৪টি বিল পাস হয়েছে। এরমধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বেতন-ভাতা বৃদ্ধির বিল পাস হয়েছে।

দশম অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ২৩৫টি নোটিশ পাওয়া যায়। এসব নোটিশগুলো হতে ১২টি নোটিশ সংসদ গ্রহণ করে এবং গৃহিত নোটিশের মধ্যে একটি সংসদে আলোচিত হয়েছে। কার্যপ্রণালী বিধির ৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ৬১টি।

দশম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সর্বমোট ১২৫টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়, তারমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৪টি প্রশ্নের উত্তর দেন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট ১ হাজার ৮৫২টি প্রশ্নের মধ্যে মন্ত্রীরা ১ হাজার ২৯২টির জবাব দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করে শোনান।

Print Friendly, PDF & Email