May 14, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চলতি বছর থেকেই প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক : ২০১৬ সাল থেকেই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন অভিভাবকরা।

তারা বলছেন, পিএসসি পরীক্ষা কোমলমতি শিশুদের উপর মানসিক চাপ সৃষ্টি করছে।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে উদ্বিগ্ন অভিভাবকমহল আয়োজিত এক মানববন্ধনে অভিভাবকরা বলেন, সরকার ২০১৮ সাল থেকে পিএসসি পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে। এটা সরকারের প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু আমাদের দাবি হলো ২০১৮ সাল নয়, ২০১৬ সাল থেকেই এ পরীক্ষা বন্ধ করতে হবে।

তারা বলেন, কোনো প্রয়োজন ছাড়াই পিএসসি পরীক্ষার নামে শুধু শুধু কোমলমতি শিশুদের উপর অসহনীয় মানসিক চাপ ও অভিভাবকদের সীমাহীন হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এই হয়রানি বন্ধ করতে হবে।

তারা অরো বলেন, জিপিএ-৫ এর মূলা ঝুলিয়ে স্কুলগুলোতে বাচ্চাদের উপর বাড়তি পড়ার চাপ প্রয়োগ করছে। স্কুল শেষে কোচিংসহ বাড়িতে রাত ১২টা পর্যন্ত পড়তে বাধ্য হচ্ছে শিশুরা। এ চাপ অবিলম্বে বন্ধ করতে হবে।

মানববন্ধন শেষে শিক্ষা মন্ত্রণালয়ে স্বারকলিপি প্রদান করবেন অভিভাবকরা।

Print Friendly, PDF & Email