May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

যানজটে রোগী মারা যাচ্ছে রাস্তায় : হাজী সেলিম

সংসদ প্রতিবেদক : স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম রাজধানী ঢাকা শহরের যানজট নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যানজট ঢাকা শহরের জন্য এমন একটি সমস্যা, যে সমস্যার কারণে উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে উত্তরে যাওয়া যায় না। এই যানজটের কারণে অ্যাম্বুলেন্সের মধ্যেই অনেক রোগী মারা যাচ্ছেন রাস্তায়।

রোববার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি। সেলিম বলেন, কয়েকদিন আগে আইনমন্ত্রী আনিসুল হক যানজটের কারণে গাড়ি ফেলে হেঁটে দাঁতের ডাক্তারের কাছে গেছেন এমন ঘটনাও ঘটেছে। যানজটে পড়ে অনেক সময় প্রচুর সময় হাতে নিয়ে বের হলেও (হাজী সেলিমের) সংসদে পৌঁছাতে দেরি হয়ে যায় বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, বনানীতে বাসা-বাড়ির নিচে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এবং রেস্টুরেন্ট গড়ে উঠেছে। এতে বনানীর অবস্থা এমন খারাপ যে, সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হচ্ছে।

এ বিষয়ে দ্রত উদ্যোগ নেয়ার বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

Print Friendly, PDF & Email