May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

খালেদার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে

সংসদ প্রতিবেদক : বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়ার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ বছরের শুরুতে হরতাল ও অবরোধে নাশকতার নির্দেশ দাতা হিসেবে খালেদা জিয়া ও তার সহযোগীদের নামে দায়ের করা মামলাগুলো বিচারের জন্য সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা রয়েছে সরকারের। তবে ট্রাইব্যুনাল গঠনের আগ পর্যন্ত এসব মামলার দ্রুত বিচারে দায়রা জজ আদালতগুলোকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে।

বুধবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য সেলিনা বেগমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।

ওই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত জোট নেত্রী খালেদা জিয়ার হুকুমে এ বছরের ৫ জানুয়ারি থেকে চলমান হরতাল ও অবরোধ এবং গত ২ জুন কুমিল্লায় যাত্রীবাহী বাসে ছয়জনসহ পেট্রোল বোমা ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে মোট ১৩৪ জনকে হত্যা করা হয়। বিএনপি-জামায়াত জোটের ইস্যুবিহীন কথিত আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রমের ফলে এক হাজার ৩৯৫টি যানবাহন, ১৩ দফায় ট্রেনে এবং ছয়দফা লঞ্চে নাশকতা চালানো হয়।

Print Friendly, PDF & Email