May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বাধার মুখে কার্যালয়ে প্রবেশ করতে পারেননি জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি : শিক্ষার্থীদের বাধায় কার্যালয়ে ঢুকতে পারেননি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। নবনির্মিত ভবনে ‘স্থান বরাদ্দ’ দেওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ভূতাত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা তার কার্যালয়ে অবরোধ সৃষ্টি করেন। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুয়ায়ী বৃহস্পতিবার ভোরে পরিবেশ বিজ্ঞান বিভাগ ওই ভবনের তৃতীয় তলায় আসবাবপত্র তুলে শিক্ষা কার্যক্রম শুরু করেন। এদিকে সকালে ভূতাত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভবনে ঢুকতে বাধা দেন।
পরে পরিবেশ বিজ্ঞান বিভাগকে ভবন থেকে বের করে দেওয়ার দাবিতে তারা প্রশাসন ভবন অবরোধ করে। দুপুরের দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামসহ সব অফিস প্রধান ভবনে স্থান বরাদ্দের বিষয়ে সভা করার উদ্দেশ্যে প্রশাসন ভবনে ঢুকতে চাইলে বাধা দেয় শিক্ষার্থীরা।

Print Friendly, PDF & Email