April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কথা সাহিত্যিক সেলিনা হোসেনের জন্মদিন ১৪ জুন

আলী আসগর স্বপনঃ  ১৪ জুন,কথা সাহিত্যিক সেলিনা হোসেনের জন্মদিনের শ্রদ্ধা। তাঁর বিখ্যাত উপন্যাস কালকেতু ও ফুল্লরা প্রথম ধারাবাহিক ছাপা হয় দৈনিক সংবাদের সাহিত্য মাসিক দীপঙ্করে।
শ্রদ্বেয় শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী স্যার অামাকে দায়িত্বদেন সেলিনা হোসেনের সঙ্গে যোগাযোগ করে তাঁর কাছ থেকে প্রতি ধারাবাহিকের লেখা সংগ্রহের।বিখ্যাত এই ব্যাক্তির সাথে অামার পরিচয় খেলাঘরের সময় থেকে।তাঁর দুই মেয়ে লাজিনা মুনা ও ফারিয়া লারা যখন উদয়ন স্কুলে পড়ে।তাদের অাঁকা ছবি নিয়ে শংকর অান্তজাতিক শিশু চিত্র প্রতিযোগীয় পাঠানোর সময় থেকে।তাদের ছবি সংগ্রহ করতে সেলিনা অাপার ধানমন্ডির বাসায় অনেকবার গিয়েছি।উপন্যাসের ধারাবাহিক সংগ্রহ করতে হতো বাঙলা একাডেমী থেকে। বাঙলা একাডেমীর মূলভবনের দুতলার একটি রুেম তিনি বসতেন।সেলিনা অাপা টেবিলে না থাকলে অপেক্ষা করতে হতো।এ রুমে অারো বসতেন কবি রফিক অাজাদ,রশীদ হায়দার,তাদের স্নেহ অাদরে অামার অপেক্ষার সময় কেটে যেতো।সবচেয়ে স্মরনীয় হলো সেলিনা অাপার লেখা উপন্যাস কালকেতু ও ফুল্লরার মূল পান্ডুলিপি অামি একদিন হারিয়ে ফেলি। বিষয়টি ভয়ে ভয়ে সেলিনা অাপাকে জানাই শুনে তিনি ভীষণ ক্ষেপে গেলেন বললেন তোমাকে অার লেখা দেয়া যাবেনা।দুদিন পর অাবার যাবার পর হারিয়ে যাওয়া অংশটি অাবার তিনি দিলেন,হাতে পাবার পর সেই সময় অামার অনুভুতি অাজো ভুলতে পারিনা।সেই দিনের মাতৃসম স্নেহ অামার দায়িত্ব বোধ শানিত হয়েছে। তাঁর সত্তুরতম জন্মদিনে অামার সামান্য অর্ঘ কামনা করি তাঁর সুস্হতম দীর্ঘ জীবন।
Print Friendly, PDF & Email