April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

প্রত্যেক টিআইএন ধারীকে রিটার্ন দাখিলে বাধ্য করা হবে

ডেস্ক: জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ধারী সবাইকে ফোন করে রিটার্ন দাখিলের জন্য বাধ্য করা হবে।

তিনি বলেন, বর্তমানে ৪৬ লাখ টিআইএন ধারী রয়েছে। তাদের মধ্যে রিটার্ন দাখিল করেছে ২২ লাখ। যারা এখনও রিটার্ন দাখিল করেননি তাদেরকে কর অঞ্চলের কর্মকর্তারা ফোন করবে।

তিনি আরও বলেন, আগামী জানুয়ারি থেকে রিটার্ন দাখিল না করা প্রত্যেক টিআইএন ধারীকে ফোন দেবে। তাদেরকে রিটার্ন দাখিল করতে বলা হবে। আর যারা আয়কর দেয়ার যোগ্য তাদের করসহ রিটার্ন দাখিলে বাধ্য করা হবে।

‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ -এ স্লোগানে এবারও ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস ও ১০-১৫ ডিসেম্বর জাতীয় ভ্যাট সপ্তাহ ২০১৯ উদযাপন করবে এনবিআর।

Print Friendly, PDF & Email