May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মেয়েদের দিকে তাকালেই ছয় মাসের জেল!

ডেস্ক: এবার মেয়েদের দিকে খারাপ নজরে তাকালে এটি অপরাধ হিসেবে গণ্য হবে। সেই জন্য তাকে ছয়মাসের কারাদণ্ড দেওয়া হবে। সম্প্রতি ভারতে কোলকাতার হাইকোর্ট এই আদেশ জারি করেন। এছাড়াও যদি কেউ মেয়েদের পোশাক ধরে টানাটানি করে তবে সেক্ষেত্রে ৩ থেকে প্রায় ৭ বছর পর্যন্ত জেল হতে পারে।

এই জন্য সেই মেয়েকে থানায় গিয়ে অভিযোগ করতে হবে। এবার থেকে থানায় গিয়ে কোনো মেয়ে যদি কোনো পুরুষের বিরুদ্ধে অভিযোগ করলে তাকে গ্রেফতার করা আবশ্যক। তবে এটি জামিনযোগ্য হওয়ার জন্য অভিযুক্ত থানা থেকে জামিন পেতে পারে। তবে যদি আদালতে সে দোষী প্রমাণিত হয় তাহলে তার শাস্তি হবেই।

কোলকাতা হাইকোর্টের এক আইনজীবী এ বিষয়ে বলেন, ‘কোনো মেয়ের দিকে কেউ অনেকক্ষণ তাকিয়ে থাকলে সেটি আইনত অপরাধ। সেক্ষেত্রে সেই পুরুষের ৬ মাস পর্যন্ত কারাবাস হবে। এছাড়া নারীর পোশাক ধরে টানাটানি অথবা শ্লীলতাহানী করে তবে ৩ থেকে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত জেল অনিবার্য।’ সূত্র: সময়

Print Friendly, PDF & Email