April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জার্মানিতে ভয়াবহ বিস্ফোরণে আহত ২৫, ভবন ধস

ডেস্ক: জার্মানির পশ্চিমাঞ্চলের উপারটাল শহরের ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বিস্ফোরণে একটি আবাসিক ভবনের একাশ ধসে পড়েছে।

পুলিশ বলছে, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের আগে বহুতল ওই ভবনে ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। এ সময় ভবনের আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন। বিস্ফোরণের পরপর ভবনের বেশ কিছু অংশে আগুনের সূত্রপাত হয়।

তবে মধ্যরাতের এই বিস্ফোরণে ভবনের একাংশ ধসে যাওয়ায় আগুন নেভাতে রীতিমতো লড়াই করতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের।

জার্মানির সংবাদ মাধ্যম ডিডব্লিউ বলছে, বিস্ফোরণের সময় অনেকেই ভবনের ভেতর থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও অন্যরা আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেন।

রোববার সকালে পুলিশ জানায়, ভবনের ভেতরে এখনো অনেকেই আটকা থাকতে পারেন; এ শঙ্কা নাকচ করে দেয়া যাচ্ছে না। এখনো উদ্ধার তৎপরতা চলছে। ভবনটির পুরোপুরি ধস ঠেকাতে বিশেষজ্ঞ প্রকৌশলীরা কাজ করছেন।

তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

Print Friendly, PDF & Email