May 17, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ফেসবুকে শিক্ষককে নিয়ে মান হানিকর স্ট্যাটাসে শৈলকুপায় গ্রেফতার এক

রামিম হাসান,ঝিনাইদহ প্রতিনিধি : ফেসবুকে শিক্ষক কে নিয়ে মান হানিকর স্ট্যাটাস দেয়ায় ঝিনাইদহের শৈলকুপায় ৫৭ ধারার মামলায় সাইবার ট্রাইবুনালের গ্রেফতারী পরোয়ানায় শৈলকুপায় বাবুল নামের এক ব্যাক্তি কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এসআই ইকবাল কবির জানান তথ্য প্রযুক্তির মামলায় গ্রেফতারী পরোয়ানা থানায় আসে, পরে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে।
জানা গেছে, শৈলকুপার জরিপ বিশ্বাস ডিগ্রী কলেজের প্রভাষক শাহিন আক্তার পলাশ কে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেয় বাবুল। সে পলাশের বাড়ি ও সম্পদ নিয়েও মিথ্যাচার করে বলে অভিযোগ ওঠে।
এরপর প্রভাষক পলাশ তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সাইবার ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করে বাবুল ও রাজিব মাহামুদ টিপু নামে ২ যুবকের বিরুদ্ধে।
উভয় পক্ষে শুনানী ও তদন্তের পর তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে বিজ্ঞ আদালত।
উল্লেখ্য শাহিন আক্তার পলাশ শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা করছেন, তিনি শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করছেন।

Print Friendly, PDF & Email