April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আমিরাতে বাংলাদেশ সমিতির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আমিনুল হক : নিজের প্রাণের বিনিময়ে যারা বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছেন তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরকালের স্বাধীনতার কবি। তাঁর সেই সাড়া জাগানো ভাষণ চিরকাল সকল সংগ্রামি মানুষকে অনুপ্রাণিত করবে। আরব আমিরাত সরকার অনুেমোদিত একমাত্র বাংলাদেশী সংগঠন বাংলাদেশ সমিতি শারজাহ শাখার বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব বলেছেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল এস বদিরুজ্জামান।
রোববার শারজাহ রেডিসন ব্লুতে সভাপতিত্ব করনে সংগঠনের সভাপতি আবুল বাশার। সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদের সঞ্চালনয়
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সমিতি আবুধাবীর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত ভাইস কনসুলার মেহেদী হাসান , ইউনুস গনি চৌধুরী। এ সময় সমিতির সাবেক কর্মকর্তা ও বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা আরো বলেন, পৃথিবীর নানাদেশে ১ কোটিরও বেশি প্রবাসী বাস করেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে যেমন প্রবাসীদের ভূমিকা ছিলো ঠিক তেমনি দেশের অর্থনীতি সচল রাখতে নানাদেশে থাকা বাংলাদেশীরা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন। স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রবাসে বাংলাদেশকে তুলে ধরতে তারা আহবান জানান।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলরুবা খান ও আলম আরা মিনু। এ সময় আরব আমিরাত প্রবাসী শিল্পী গান ও নাচ পরিবেশন করেন। অনুষ্ঠানে বিজয় উল্লাসে নাচ গানে মেতে ওঠেন প্রবাসীরাও।
প্রসঙ্গত বাংলাদেশ সমিতির নবগটিত কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, মোহাম্মদ মাহবুব আলম মানিক, সহ সাধারণ সম্পাদক প্রকৌশলী শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রকৌশলী করিমুল হক, সমাজকল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মেহেদী ইউসুফ, প্রচার সম্পাদক মোহাম্মদ ইমাম হোসাইন জাহিদ, ক্রীড়া সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম রূপু, প্রকাশনা সম্পাদক মাজহারুর ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক একে আজাদ লালন, সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল মান্নান, সহ সমাজকল্যাণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সহ প্রচার সম্পাদক মো. বদিউল আলম, সহ সাংসন্কৃতিক সম্পাদক মো. আবুর বাসার, সহ ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহি সদস্য- ইসমাইল গণি চৌধুরী, মোহাম্মদ শাহাদাত, মইনুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আহাসান।
Print Friendly, PDF & Email