May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কর সার্কেলে “ইনকাম ট্যাক্স আইডি” কার্ড পাওয়া যাবে

ডেস্ক: করদাতাদের আগ্রহ বিবেচনায় আয়কর মেলার পরেও কার্ড সরবাহে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আগামী ১২ নভেম্বরের পর কর সার্কেলে রিটার্ন দাখিল করলেও পাওয়া যাবে “ইনকাম ট্যাক্স আইডি কার্ড”।

গত ১ নভেম্বর রাজধানীর আগারগাঁও শেরে বাংলানগরে এনবিআর আয়োজিত সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়। এ মেলার প্রধান আর্কষণ “ইনকাম ট্যাক্স আইডি কার্ড”। এবারই প্রথম করদাতাদের এ স্মার্ট কার্ড প্রদান করা হয়।

আইডি কার্ডে করদাতার নাম, করবর্ষ, ই-টিআইএন নম্বর, কর সার্কেল, কর অঞ্চল উল্লেখ রয়েছে। এতে একটি কিউআর কোড আছে।

এ কোডে করদাতাদের সব তথ্য থাকছে। বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে এ কার্ড ব্যবহৃার করতে পারবেন করদাতা।
জানা গেছে, আগামী ৯ নভেম্বর থেকে মেলায় বিদ্যমান সকল করসেবা কর অঞ্চলে প্রদান করা হবে। ২৪-৩০ নভেম্বর সারা দেশে সকল কর অঞ্চলে আয়কর সপ্তাহ পালিত হবে। সেখানে মেলার পরিবেশে মেলার মতই সকল কর সেবা প্রদান করা হবে। এ সময়ও “ইনকাম ট্যাক্স আইডি কার্ড” নিতে পারবেন করদাতারা।

এবার রাজধানী ঢাকাসহ দেশের ৫৬টি জেলা শহরে, ৩৪টি উপজেলা, ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) এ আয়কর মেলা অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email