April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

eBIN কী?

ডেস্ক: eBIN হচ্ছে Electronic Business Identification Number এর সংক্ষিপ্ত রূপ। মূল্য সংযোজন কর আইনের (ভ্যাট) আওতায় প্রযোজ্য প্রতিটি ব্যবসার জন্য ভ্যাট নিবন্ধন নাম্বার নিতে হয়।এতোদিন পর্যন্ত এটিকে BIN বলা হতো।
মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক আইন ২০১২ অনুসারে প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানকে অনলাইনে ভ্যাট নিবন্ধন করতে হবে। যদিও সরকার এই আইনের বাস্তবায়ন ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত স্থগিত করেছে, তবু অনলাইন নিবন্ধনের প্রক্রিয়াটি সচল আছে।
১১ ডিজিটের ইবিআইএন হওয়ার পর আগের বিন (BIN) স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

সূত্র: অর্থসূচক

Print Friendly, PDF & Email