April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অতি ভারি বর্ষণের আভাস

ডেস্ক : বিরূপ আবহাওয়ার মধ্যে দেশের ছয় বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। ঢাকায় সকালে মাত্র তিন ঘণ্টায় ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির কারণে অফিসগামী মানুষকে চরম বিড়ম্বনায় পড়তে হয়েছে। সোমবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ মিলিমিটার ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটার বা তার অধিক) বর্ষণ হতে পারে।

ভারি থেকে অতি ভারি বৃষ্টির কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আরিফ হোসেন। একদিন আগে থেকেই প্রায় সারা দেশেই বজ্র বৃষ্টিপাত হচ্ছে। ঢাকায় রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে বৃষ্টিপাত শুরু হয়। এদিকে রাত থেকে মুষলধারে বৃষ্টির কারণে সকালেও অন্ধকার পরিবেশ বিরাজ করছে। রাজধানীর বিভিন্ন স্থানের রাস্তায় পানি জমে অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

আগামী অন্তত তিন থেকে চার দিন বৃষ্টিপাত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ঢাকায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুরের আগে আরও বৃষ্টিপাত হবে। তবে বিকেলের দিকে একটু কমবে। তিনি জানান, ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে বেশি বৃষ্টিপাত হচ্ছে। তবে রংপুরের দিকে বৃষ্টি কম।

Print Friendly, PDF & Email