April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শেষ কর্মদিবস: টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড়

ডেস্ক:ঈদের ছুটির শেষ কর্মদিবসে বৃহস্পতিবার সকাল থেকে গাবতলী বাস টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে।
সকালে রাজধানীতে যানজট তুলনামূলক কম থাকায় ঘরমুখী মানুষ অনেকটা নির্বিঘ্নে টার্মিনাল-স্টেশনে পৌঁছে।
গাবতলী বাস টার্মিনালে কয়েকটি বাসের টিকিট কাউন্টারের কর্মচারীরা জানান, সকাল থেকে ঘরমুখী মানুষের চাপ বাড়ছে। বিকেলে যাত্রীর চাপ আরও বাড়বে।

ঘরমুখী মানুষের ভিড় বাস টার্মিনাল কমলাপুর সদরঘাটেকমলাপুর রেলস্টেশনে ঈদযাত্রার দ্বিতীয় দিনে সকাল থেকে স্টেশনে ঘরমুখী মানুষের চাপ রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন জানান,বিভিন্ন জায়গায় থেকে লঞ্চ আসছে। যাত্রীরা সদরঘাটে আসতে শুরু করেছে। তবে দুপুরের পর যাত্রী সংখ্যা বাড়বে।
এবার ঈদের সরকারি ছুটি ২৫ থেকে ২৭ জুন। তার আগে দুদিন শুক্র শনিবার বন্ধ থাকায় বৃহস্পতিবার অফিস শেষে ঈদযাত্রার মূল চাপ শুরু হয় বলে সংশ্লিষ্টরা বলছেন।

Print Friendly, PDF & Email