April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে রবি

ডেস্ক: পবিত্র রমজান মাসে রিচার্জ ক্যাম্পেইনের মাধ্যমে ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর সুযোগ এনেছে মোবাইল ফোন অপারেটর রবি। ক্যাম্পেইনের আওতায় ৩৫ টাকা রিচার্জ বান্ডল থেকে ১ টাকা এবং ৫৯ টাকার রিচার্জ বান্ডল থেকে ২ টাকা আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে অনুদান হিসেবে প্রদান করবে অপারেটরটি।
গ্রাহকদের বিপন্ন মানবতার পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়ে রমজানের আদর্শকে উদযাপন করাই ক্যাম্পেইনটির উদ্দেশ্য।
৩৫ টাকা রিচার্জে রবি/এয়ারটেল নম্বরে কল করার জন্য ৯০ মিনিট টকটাইম এবং ২০৭৮৬ কোডটিতে ডায়াল করে নামাজ ও সেহরির সময়সূচিসহ আনলিমিটেড ইসলামকি আইভিআর উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ভ্যালু অ্যাডেড সার্ভিসগুলো স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে না।
অন্যদিকে ৫৯ টাকা রিচার্জে গ্রাহকরা রবি/এয়ারটেল নম্বরে কল করার জন্য ১৫০ মিনিট টকটাইম এবং যেকোন মোবাইল নম্বরে ১৫০টি এসএমএস উপভোগ করতে পারবেন। বান্ডল মিনিটে ১০ সেকেন্ড পালস প্রযোজ্য হবে।
৩৫ ও ৫৯ টাকা রিচার্জের ক্ষেত্রে বোনাস মিনিট ও এসএমএস চেক করতে যথাক্রমে *২২২*২# ও *২২২*১২# কোডটি ডায়াল করতে হবে। গ্রাহকরা যতবার খুশি এ রিচার্জ অফারগুলো গ্রহণ করতে পারবেন। বিস্তারিত জানতে িি.িৎড়নর.পড়স.নফ সাইটটি ভিজিট করতে পারেন গ্রাহকরা।

Print Friendly, PDF & Email