May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে আজ

ডেস্ক : এটি শুধু ক্রিকেট ম্যাচ নয়, তার চেয়ে বেশি কিছু। দুই প্রতিবেশী চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে আজ। বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
ক্রিকেটের জনপ্রিয় এ দ্বৈরথ সর্বশেষ দেখা গিয়েছিল তা-ও আড়াই বছর আগের কথা, ২০১৫ বিশ্বকাপে। বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তবে চ্যাম্পিয়নস ট্রফির লড়াইয়ে ভারতের বিপক্ষে জয় আছে পাকিস্তানের। যদিও সাম্প্রতিক সময়টা পক্ষে নেই পাকিস্তানের। নিজ দেশে ক্রিকেট নেই অনেক দিন। অবসরে চলে গেছেন একসময়ের সেরা তারকারা। নতুন একটি দল নিয়ে বর্তমান সময়ের অন্যতম সেরা দল ভারতকে হারানোটা এভারেস্ট জয়ের মতো। কিন্তু দলটা যখন পাকিস্তান সেখানে সমীকরণ খাটে না। আইসিসির অভিজাত ওয়ানডে আসর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুদলের চেহারাটা ভিন্ন। এখানে পাল্লা ভারী পাকিস্তানের। পরস্পর তিন সাক্ষাতে দুবার জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। রাজনৈতিক বৈরী সম্পর্ক নিয়ে ২০০৭ সালের পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে দেখা যায়নি ক্রিকেটপাগল এ দুই দেশকে। যদিও ২০০৯-১০ মৌসুমে সীমিত ওভারের এক সিরিজ খেলতে ভারত সফরে যায় পাকিস্তান দল।
মুখোমুখি পরিসংখ্যানে পাল্লা ভারী পাকিস্তানের। ১২৭ ওয়ানডে সাক্ষাতে পাকিস্তানের রয়েছে ৭২টি জয়। দুদলের পণ্ড হয় চারটি ম্যাচ। তবে সাম্প্রতিক মোকাবিলায় পাল্লা ভারী ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বশেষ সাক্ষাতে পাকিস্তানকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৬৫ রানে গুঁড়িয়ে দিয়ে আট উইকেটের জয় তুলে নেয় ভারত। ২০১৩ আসরের ওই লড়াইয়েরও ভেন্যু ছিল এজবাস্টন।
ক্রিকেটে এ দুই দলের লড়াই মানে ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং। বার্মিংহামে এবারের চিত্রটাও ব্যতিক্রম নয়। অধিনায়ক বিরাট কোহলির ভারতের শক্তিধর ব্যাটিং লাইনের বিপক্ষে পাকিস্তানের ভরসাটা মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, জুনাইদ খানদের পেস। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২০১৫ বিশ্বকাপে বল হাতে নিজের শুরুর ২.৪ ওভারে মোহাম্মদ আমিরের ফিগার ছিল ৩/৮। ক্রিকেটের কুলীন আসর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার সঙ্গে একবার যুগ্ম চ্যাম্পিয়নসহ (২০০২) ভারত শিরোপার স্বাদ নিয়েছে দুবার। তবে আসরের ইতিহাসে ফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। ২০০৯, ২০০৪ ও ২০০০-এর আসরে সর্বোচ্চ দৌড় সেমিফাইনাল।

Print Friendly, PDF & Email