April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ক্রিকেট এক করে দিয়েছে ভারত ও পাকিস্তানের সমর্থককে

ডেস্ক: কয়েক ঘণ্টা আগেই লন্ডনে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে গেছে। এই শহরেই চলছে ক্রিকেট বিশ্বের সেরা আট দলের শিরোপা লড়াই। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হলো এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত এবং পাকিস্তান। এজবাস্টনে চ্যাম্পিয়নস ট্রফির চতুর্থ ম্যাচে টসে জিতে ভারতে ব্যাটিংয়ে পাঠিয়েছে সরফরাজ আহমেদের দল। সন্ত্রাসী হামলার ভয় উপেক্ষা করে ইতিমধ্যেই গ্যালারি ভরে উঠেছে। এই ম্যাচের টিকিট বিক্রি শুরুর তিন দিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল।

চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান শিরোপাধারী দল বিরাট কোহলির ভারত। অন্যদিকে পাকিস্তান কখনই এই টুর্নামেন্টের শিরোপা জেতেনি। দুই দলই প্রস্তুতি ম্যাচে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে তাদের পারফর্মেন্স কী ইঙ্গিত দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এদিকে টিভির সামনে বসে আছে আজ গোটা ক্রিকেটবিশ্ব। উত্তেজনা ছড়িয়ে গেছে সোশ্যাল সাইটেও।

ভারত একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, এমএস ধোনি (উইকেটকিপার), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, জসপ্রিত বুমরাহ।

পাকিস্তান একাদশ : আজহার আলি, আহমেদ শেহজাদ, বাবর আযম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকটকিপার), ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, হাসান আলি।

Print Friendly, PDF & Email