April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শিক্ষার্থীদের বেতন ৫ গুণ বাড়বে: অর্থমন্ত্রী

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ আলোচনা হয়।

এসময় বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তারা বাজেট বিষয়ে বিভিন্ন দাবি ও পরামর্শ তুলে ধরেন। সভায় ৩৭টি এনজিওর প্রধান কর্মকর্তা ও প্রতিনিধি অংশ নেন।

অর্থমন্ত্রী বলেন, যেসব সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বেতন ও টিউশন ফি ১২ থেকে ২০ টাকার মধ্যে, তা বাড়িয়ে আগামী বাজেটে ৫ গুণ করা হবে।

বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের খরচের সঙ্গে তুলনা করে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, ২০৩০ সালের আগেই বাংলাদেশ এসিডিজি অর্জনে সক্ষম হবে। তবে এক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। এজন্য জেলা পরিষদগুলোকে কাজে লাগানো যেতে পারে।

আবুল আল আবদুল মুহিত আরও বলেন, আমি চাই আগামী দুই বছরের মধ্যে দেশে বিড়ি থাকবে না। কিন্তু পারব কি না, জানি না ডাউট আছে।

কেন বিড়ি শিল্পের বিলুপ্তি চান- তার ব্যাখ্যায় মুহিত বলেন, “এখন বিড়ি ইজ অ্যা ডেড ইন্ডাস্ট্রি এবং এটা ফাঁকিবাজি ইন্ডাস্ট্রি। এখন যারা সিগারেট প্রডিউস করে, তারা বিড়ি প্রডিউস করে। দে চিট দি গভর্নমেন্ট।

“বিড়িতে অতিরিক্ত স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তাই জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বিড়ি দেশ থেকে বিতাড়িত হওয়া উচিৎ।”

Print Friendly, PDF & Email