May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পৃথিবীর ৩২টি অসাধারণ সুইমিং পুল

ডেস্ক : আমাদের এই শহুরে জীবনে সময় বাচাতে আমরা সাধারনত গোসল করি ঝরনার নিচে। বড় জোর বাথ টাবে। আর আমার মত গরিবের জন্য আছে বালতি আর মগ। কিন্তু কোনদিন কি ডুব দিয়ে গোসল করতে ইচ্ছা জাগে না?
হইলে সেটার জন্য আপনার দরকার একটা সুইমিং পুল। সুইমিং পুল এখন নির্মান জগতে একটা গুরুত্বপুর্ন বিষয়। যেকোন হোটেল, আবাসিক ভবন এবং বীচে সুইমিং পুল ছারা পুর্নতা পায় না।
তাই পর্যটন এলাকার নান্দনিক দৃশ্য উপভোগের পাশাপাশি সুইমিং পুলও পর্যটকের আনন্দে যোগ করতে পারে বাড়তি মাত্রা। বিশ্বজুড়ে বিভিন্ন হোটেলে আছে কিছু অনিন্দ্যসুন্দর সু্ইমিং পুল। আসুিন ছবিতে দেখে নেই কিছু সুইমিং পুল-

টচপড

১. বেলজিয়ামের নেমো৩৩ পুলটি বিশ্বের সবচেয়ে গভীর পুল। পুলটি ১১৩ ফুট গভীর।

ডডডড

২. স্পেনের হোটেল হাসিয়ান্ডা না জামিনার এই পুলটি যেন একটি জলপ্রপাত।

গ

৩. সীমাহীন এই পুলটি সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস রিসোর্টে অবস্থিত।

পটড

৪. এই মনোমুগ্ধকর পুলটি ইন্দোনেশিয়ার বালি উপদ্বীপের বেলমন্ড জিম্বারান পুরি রিসোর্টের।

গগ

৫. ইন্দোনেশিয়ার বালিতে অবস্থিত হোটেল উবুদের এই পুলটি একটি ঝুলন্ত বাগানের অংশ।

ঙযড

৬. তিব্বতের রাজধানী লাসা শহরের সেন্ট রেজিসের এই অভুতপূর্ব হোটেলটি নাম গোল্ড এনার্জি পুল।

সম

৭. চোঙ্গয়া রিভার হাউজ- জাম্বিয়া, আফ্রিকা।

নরসে

৮. ভেলাস্সারু রিসোর্ট- মালদ্বীপ

ডপপপ

৯. গোল্ডেন নাগেট- লাস ভেগাস, নেভাদা

সনররে

১০. নেপচুন পুল- ক্যালিফোর্নিয়া

সমচ

১১. এটি থাইল্যান্ডের কো সামইয়ের লাইব্রেরি পুল। লাল দেখে অনেকেই ভাবতে পারেন পুলটি বোধহয় রক্ত দিয়ে পূর্ণ। কিন্তু না পুলটির নিচের টাইলসগুলো লাল রঙের বলেই এর এই রূপ।

সনরপ

১২. এই অসাধারণ পুলটি সুইজারল্যান্ডে অবস্থিত।

রনচ

১৩. নন্দনা ভিলাস- বাহমাস

চযড

১৪. ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের স্টান্ডার্ড হোটেলের ছাদে অবস্থিত এই পুলটি অনেক ঘরোয়া।

সমর

১৫. এই পুলটি তানজানিয়ার তারাঙ্গিরে ন্যাশনাল পার্কে অবস্থিত। পুলটিতে সাঁতার কাটার সময় পাশে হাতি ও হরিণকে বিচরণ করতে দেখা যায়।

রনেপ

১৬. স্কাই হোটেল- সাও পাওলো, ব্রাজিল।

রনট

১৭. আলিলা উলুওয়াতু হোটেল- বালি, ইন্দোনেশিয়া।

পডহ

১৮. রিথি রাহ ওয়ান অ্যান্ড ওয়ানলি রিসোর্ট- মালদ্বীপ।

নরন

১৯. এই অনিন্দ্যসুন্দর পুলটি ভারতের উদয়পুরের পিখোলা হৃদের বিপরীতে অবস্থিত। পুলটি হোটেল ওবেরয় উদয়বিলাসের অংশ।

সনম

২০. হোটেল কারুসো- ইতালি।

সনসম

২১. জুমেরাহ দেবানাফুসি রিসোর্ট- মালদ্বীপ

সনমজ

২২. কাটিকিস- সান্তোরিনি, গ্রীস।

ডযগ

২৩. সেন্ট লুসিয়ার হোটেল চকোলেটের সুইমিং পুল।

হজগ

২৪. গ্রিসের থাস্সোসের এই পুলটি প্রকৃতি প্রদত্ত। আসলে এটি একটি উপহৃদ।

রনরনর

২৫. অস্ট্রেলিয়ার হ্যামিল্টন দ্বীপের কোয়েলিয়া হোটেলের এই পুলটি যে সুন্দর তা আলাদা করে না বললেও চলবে।

নরম

২৬. রিচার্ড ব্রানসনস নিকার আইল্যান্ড রিসোর্ট- ব্রিটিশ ভারজিন দ্বীপ।

রনরজ

২৭. বিরাস ক্রিক হোটেল- ব্রিটিশ ভারজিন দ্বীপ।

সনরগ

২৮. লেক্রানস হোটেল- ক্রানস মন্টানা, সুইজারল্যান্ড।

মত

২৯. জেড মাউন্টেইন রিসোর্ট- সেন্ট লুসিয়া।

রেস

৩০. পুরোবিচ পোর্তো মন্টিনিগ্রো- মন্টিনিগ্রো বে।

ওম

৩১. সারোজিন রিসোর্ট- খাও লেক, ফাং নিগা, থাইল্যান্ড।

সনমত

৩২. ব্লু লাগুন জিয়োথারমাল রিসোর্ট- গ্রিনডাভিক আ্ইসল্যান্ড।

Print Friendly, PDF & Email