April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঢাবি চারুকলার বকুলতলায় বসন্ত ছুঁয়েছে

ডেস্ক :  ‘আহা, আজি এ বসন্তে এত ফুল ফোটে/ এত বাঁশি বাজে …’ কবিগুরুর গানের প্রতিচ্ছবির মতোই আজ বাংলার প্রকৃতিতে এসেছে বসন্তের ছোঁয়া। ঋতুরাজ বসন্তকে বরণের জন্য প্রকৃতি সেজেছে অপরূপ রূপে।

Related image

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় বসন্ত বরণের অনুষ্ঠান শুরু হয়েছে। ‘এসো মিলি প্রাণের উৎসবে’ স্লোগানে বসন্ত উৎসব-১৪২৩ এর আয়োজন করছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ।

বিভিন্ন বয়সী মানুষেরা সমাগমে ৭ টা ৫০ মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মূল পর্ব। প্রথমে সংগীত পরিবেশনা এরপর পরিবেশিত হয় দলীয় নৃত্য। এরপর বসন্ত কথনপর্ব, প্রীতিবন্ধনী বিনিময়, আবির বিনিময়, দলীয় সংগীত, আবৃত্তি, একক আবৃত্তি, একক সংগীত, পাঠ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবেশনা ছাড়াও ছিল শিশু-কিশোরদের পরিবেশনা।

বাঙালি সংস্কৃতির অন্যতম এই উৎসবে মেয়েরা পোশাকেও জড়িয়েছে বসন্তের রঙ।

Print Friendly, PDF & Email