April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাজশাহী বোর্ডে ইংরেজি ১ম পত্রে বহিষ্কার ৩, অনুপস্থিত ৪২৯

ডেস্ক :  এসএসসি বা সমমান পরীক্ষায় ইংরেজি প্রথমপত্রে রাজশাহী বোর্ডে তিন শিক্ষার্থীকে বহিষ্কার হয়েছেন। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন, নাটোরের নলডাঙ্গা মাধনগর এসআই উচ্চ বিদ্যালয়ের শিহাব মৃধা (রোল-৫২৬২৬৪), ছাতারভাগ উচ্চ বিদ্যালয়ের নাসিম উদ্দিন (রোল-৫২৬৬৯৮) এবং পাবনার সুজানগরের রাণীনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়রের ইসরাত হোসেন (রোল-৩০২৭৪৪)।

এদিকে, ৪২৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। মঙ্গলবার বিভাগের ২৩২ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষায় শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মকাণ্ড নেই। এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।

বিকেলে রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তরুণ কুমার সরকার গণমাধ্যমকে জানান, ইংরেজি প্রথমপত্রে মোট এক লাখ ৬৩ হাজার ১২১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় বসেছে ১ লাখ ৬২ হাজার ৬৯২ জন। অনুপস্থিতির হাত দশমিক ২৬ শতাংশ।

এদিন সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। রাজশাহীর ৩৮ কেন্দ্রে ৭২ জন। এরপর যাথাক্রমে বগুড়ার ৩৯ কেন্দ্রে ৬৪ জন, পাবনায় ২৭ কেন্দ্রে ৬২ জন, নওগাঁয় ৩৫ কেন্দ্রে ৬১ জন, সিরাজগঞ্জে ৪১ কেন্দ্রে ৬০ জন, নাটোরে ২১ কেন্দ্রে ৬০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ কেন্দ্রে ৩৯ জন এবং জয়পুরহাটের ১৬ কেন্দ্রে ১১ জন। পরীক্ষায় সার্বিক নজরদারিতে আটটি বিশেষ ভিজিলেন্স টিমসহ ১২৫টি ভিজিলেন্স টিম দায়িত্ব পালন করছে।

শিক্ষাবোর্ড জানিয়েছে, বোর্ডর দুই হাজার ৬৩৩টি প্রতিষ্ঠান থেকে এক লাখ ৬৭ হাজার ৩৩২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৮৬ হাজার ৮২০ জন এবং ছাত্রী ৮০ হাজার ৫৫২ জন। এ বছর বিজ্ঞানে ৮৪ হাজার ৯৪৯ জন, মানবিককে ৮০ হাজার ৯৯৭ জন এবং ব্যবসায় শিক্ষায় ১৭ হাজার ৪৮ জন।

এবারের পরীক্ষায় এক লাখ ৬০ হাজার ৩১১ জন নিয়মিত, ৬ হাজার ৭৩০ জন অনিয়মিত এবং ৩৩১ জন মানোন্নয়ন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

Print Friendly, PDF & Email