May 14, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘জাতীয় পথনাট্যোৎসব ২০১৭’ ৮দিন ব্যাপী

ডেস্ক: ‘মূল্যবোধের অবক্ষয় রুখবো, মানবিক সমাজ গড়বো’শীর্ষক শ্লোগান নিয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৮দিন ব্যাপী ‘জাতীয় পথনাট্যোৎসব ২০১৭’ আয়োজন করেছে।
এবারের উৎসবে ঢাকা ও ঢাকার বাইরের প্রায় ৪০টি নাট্য সংগঠনের নাটক থাকবে জাতীয় পথনাট্যোৎসবে। দেশের ৮টি বিভাগে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চলবে এ আয়োজন।
জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ জানুয়ারি বিকেল ৪টায় উৎসবের সূচনা হবে। আকাশে বেলুন উড়িয়ে ‘জাতীয় পথনাট্যোৎসব ২০১৭’ উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি থাকবেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন্নবী।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুস, মান্নান হীরা, আহকাম উল্লাহ। উৎসবে স্বাগত বক্তব্য রাখবেন উৎসব আহ্বায়ক চন্দন রেজা, ঘোষণাপত্র পাঠ করবেন মীর জাহিদ হাসান, শুভেচ্ছা বক্তব্য রাখবেন আকতারুজ্জামান এবং সভাপতিত্ব করবেন লিয়াকত আলী লাকী।
উৎসবের উদ্বোধনী দিনে দেশাত্ববোধক গান পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর আলোচনা সভা এবং সবশেষে থাকবে পথনাটক পরিবেশনা।
উল্লেখ্য, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের নাট্য আন্দোলনের অংশ হিসেবে১৯৮৬ সালের ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হয় জাতীয় পথনাট্যোৎসব। সমস্ত চড়াই-উৎরাই পেরিয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের জাতীয় পথনাট্যোৎসব ৩২তম বছরে পদার্পণ করতে যাচ্ছে।

Print Friendly, PDF & Email