May 14, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বোন ভেনাসকে হারিয়ে চ্যাম্পিয়ন সেরেনা

ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতে নিয়েছেন সেরেনা উইলিয়ামস। এই সুবাদে ২৩ টি গ্র্যান্ডস্ল্যাম ট্রফি জিতেও নতুন রেকর্ড গড়েছেন তিনি। এরআগে টেনিসের উন্মুক্ত যুগের এই রেকর্ডটির মালিক ছিলেন জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফ। যিনি জিতেছিলেন ২২টি গ্র্যান্ডস্ল্যাম ট্রফি।

শনিবার (২৮ জানুয়ারি) হাইভোল্টেজের এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় মেলবোর্নের রড লেভার অ্যারেনায়। এতে নারী এককে সরাসরি সেটে আপন বোন ভেনাসকে হারান সেরেনা।

এদিন ফাইনাল ম্যাচে প্রথম সেটেই জয় তুলে নেন সেরেনা। বড় বোন ভেনাসকে তিনি হারান ৬-৪ গেমে। দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৬-৪ গেমে সরাসরি জিতে শিরোপা নিশ্চিত করেন সেরেনা। সঙ্গে টেনিসের উন্মুক্ত যুগে ২৩টি ট্রফি জিতে নতুন রেকর্ড গড়েন তিনি।

এর আগে ১৯৯৯ ইউএস ওপেন জিতে উইলিয়ামস পরিবারকে প্রথম গ্র্যান্ডস্ল্যাম ট্রফি উপহার দেন সেরেনা। আর ভেনাস প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতেছিলেন ২০০০ সালের উইম্বলডনে।

 

Print Friendly, PDF & Email