April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ফাল্গুনে বর্ণিল রংয়ে ‘বিশ্বরঙ’

ডেস্ক : ফাল্গুনে বর্ণিল রংয়ে সেজেছে ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ’। এবারের ফাল্গুন আয়োজনে শাড়ী, সালোয়ার কামিজ, পাঞ্জাবী, র্শাট, টি- শার্ট , বাচ্চাদের পোশাক, স্কার্ট-টপস ইত্যাদিতে যেন প্রকৃতির সব উজ্জ্বল রংয়ের ছড়াছড়ি।

Image result for ‘বিশ্বরঙ’

বসন্তের রং হিসেবে ‘বিশ্বরঙে’র- ফাল্গুনের শাড়ীতে বাসন্তী ও হলুদ রঙের আধিপত্য বেশী। নতুন পাতার রং সবুজও এসেছে শাড়ীর ডিজাইনে। তবে পাশাপাশি লাল-কমলা রংয়ের ও ব্যবহার হয়েছে।

সালোয়ার-কামিজ, পাঞ্জাবী, শার্ট, টি-শার্ট, বাচ্চাদের পোশাকের রং ব্যবহারেও বসন্তকে প্রাধান্য দেওয়া হয়েছে। বসন্তে যেহেতু প্রকৃতিতে ফুলের ছড়াছড়ি, তাই ডিজাইনে ফুলকে প্রাধান্য দেওয়া হয়েছে।

এছাড়াও প্রকৃতির বিভিন্ন উপাদান মোটিফ হিসাবে ব্যাবহার করা হয়েছে। সুতি কাপড়ে কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট, হ্যান্ডপেইন্ট, বাটিক, ভেজিটেবল ডাই, কারচুপি, হ্যান্ড এ্যামব্রয়ডারি, মেশিন এ্যামব্রয়ডারি ইত্যাদি। বসন্তের এই সমাহার পাওয়া যাবে ‘বিশ্বরঙ’- এর সকল শোরুমে।

 

Print Friendly, PDF & Email