May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মারজানের মৃত্যুতে দুঃখ নেই মা-বাবার

পাবনা প্রতিনিধি : নব্য জেএমবির নেতা নুরুল ইসলাম ওরফে মারজানের ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় তার বাবা-মার দুঃখ নেই বলে জানিয়েছেন পরিবার।
শুক্রবার দুপুরে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের আফুরিয়া গ্রামে মারজানের বাবা নিজামউদ্দীনবলেছেন, আমার ছেলে মারজান তার কৃতকর্মের ফল পেয়েছে। এতে বাবা হিসেবে আমার কোনো দুঃখ নেই।
তিনি বলেন, সাংবাদিকসহ বিভিন্নজনের কাছ থেকে তারা মারজানের নিহত হওয়ার খবর জেনেছি। মারজানকে যে বা যারা জঙ্গিবাদের পথে নিয়ে এনেছে, তাদের শাস্তি দাবি করেছেন নিজামউদ্দীন।
মারজানের মা সালমা খাতুনও একই কথা বলেন। তিনি বলেন, খারাপ কাজের শাস্তি হয়েছে।
মারজানের বাবা নিজামউদ্দীন বলেন, ছেলের লাশ ঢাকা থেকে গ্রামে নিয়ে আসার সামর্থ্য তার নেই। প্রশাসন যদি লাশ গ্রামে পৌঁছে দেয়, তা হলে তারা দাফন কাফনের ব্যবস্থা করবেন।
উল্লেখ্য, রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক সহযোগীসহ মারজান নিহত হন।
পুলিশের ভাষ্য, নব্য জেএমবির নেতা মারজান ঢাকার গুলশান হামলার ‘অপারেশন কমান্ডার’ ছিলেন।
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের আফুরিয়া গ্রামের মারজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র ছিলেন।

Print Friendly, PDF & Email